অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ কিছু অংশ

অনুপমের বয়স সাতাশ বছর।

বিবাহের কথাবার্তা চলাকালীন: অনুপমের বয়স ছিল বাইশ বছর, কল্যাণীর ১৫

 অনুপমের মামা অনুপমের চেয়ে বড়জোর বছর ছয়েক বড়।

অনুপম কিছুদিন পূর্বেই এম এ পাস করেছে।

 শম্ভুনাথবাবুর বয়স চল্লিশের কিছু এপারে বা ওপারে।

পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করতেন।

অনুপমের পিতা ওকালতি করে প্রচুর টাকা রোজগার করেছিলেন।

অনুপমের মা সম্পর্কে বলা হয়েছে– আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না।”

অনুপমকে দেখলে মনে হয়-অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি ।

অনুপমের আসল অভিভাবক তার মামা। ফল্গুর বালির মতো সমস্ত সংসারটাকে অন্তরের মধ্যে শুষে নিয়েছেন অনুপমের মামা।

পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট -মামা।

টাকার প্রতি আসক্তি অনুপমের মামার অস্থিমজ্জায় জড়িত।

অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে।

হরিশ আসর জমাতে অদ্বিতীয়, সর্বত্রই তার খাতির।

শম্ভুনাথের বংশে এক কালে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।

কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন।

 জীবনে একবার বিশেষ কাজে মামা গিয়েছিলেন – কোন্নগর পর্যন্ত।

কন্যাকে আশীর্বাদ করতে পাঠানো হয়- পিসতুতো ভাই বিনুদাদাকে ।

বিনুদার রুচি ও দক্ষতার উপরে ষোলো-আনা নির্ভর করতে পারে অনুপম।

ভিড়ের মধ্যে দেখলে সকলের আগে চোখে পড়বার মতো চেহারা ছিল- কন্যার পিতা শম্ভুনাথের।

আশ্চর্য পাকা লোক বলে মামা সমস্ত সংসারের প্রধান গর্বের সমগ্রী ।

শম্ভুনাথ বাবুর ব্যবহার নেহাত ঠাণ্ডা, বিনয় অজস্র নয়।

বরকর্তাদের প্রত্যেককে বার বার প্রচুররূপে অভিষিক্ত করে- উকিল বন্ধু

গহনাগুলো- পিতামহীদের আমলের, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়।
সেকরা মকরমুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখাল তা বেঁকে যায়।

বিলাতি এয়ারিং দিয়ে কন্যাকে আশীর্বাদ করেছিল অনুপমের মামা ।

মাকে নিয়ে তীর্থে যাওয়ার ভার অনুপমের উপর ছিল।

রেলগাড়িতে আলোর নিচে সবুজ পর্দা টানা।

চিরকাল গলার স্বর অনুপমের কাছে বড় সত্য

প্লাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গার্ড তার একচক্ষু লণ্ঠন নেড়ে দিল।

গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলল।

ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বের হয়েছিলেন।

ফটোগ্রাফ তুলবার ক্যামেরা স্টেশনেই পড়ে ছিল।

খাবারওয়ালাকে ডেকে কল্যাণী খুব খানিকটা চানা-মুঠ কিনে নিল।

একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম-লেখা দুটি টিকিট গাড়ির দুই বেঞ্চের শিয়রের কাছে ঝুলিয়ে দেয়।

বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।

 ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী – ফল্গু।

চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া উমেদারি।

প্রজাপতি বলতে বোঝানো হয়েছে বিয়ের দেবতা ও জীবের স্রষ্টা ব্রহ্মাকে ।

গজানন হল গণেশ। লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী।

মঙ্গলঘট তাঁর প্রতীক।

প্রদোষ অর্থ সন্ধ্যা।

গণ্ডূষ অর্থ একমুখ বা এককোষ জল।

Leave a Comment