লালসালু উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য | Some important information of “লালসালু” novel.

শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত সদাসন্ত্রস্ত করে রাখে।

 যারা নলি বানিয়ে ভেসে পড়ে- তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না।

 শস্যহীন জনবহুল অঞ্চলে এসে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারুকাঁটা হয়ে ওঠে। • শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।

 স্বাভাবিক সরুগুলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে।

 দুরান্ত কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে-কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো।

 খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে।

 মসজিদের বাঁধানো পুকুরপাড়ে চৌকোণ পাথরের খণ্ডটার ওপর বসে শীতল পানিতে অজু বানায়।

 কাজের সন্ধানে দেশ ত্যাগ করে তারা হয়- জাহাজের খালাসি, কারখানার শ্রমিক, বাসাবাড়ির চাকর, দফতরির এটকিনি, ছাপাকানার ম্যাশিনম্যান, টেনারিতে চামড়ার লোক, মসজিদের ইমাম, মোয়াজ্জিন।

 গারো পাহাড়ে যাওয়া সরকারি কর্মচারী-নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান, বাইরে বিদেশি পোশাক, পায়ে বুট আঁটা, মুখমণ্ডল মসৃণ।

 গারো পাহাড়ে দূর জঙ্গলে বাঘ ডাকে।

 ক্বচিৎ হাতিও দাবড়ে কুঁদে নেমে আসে।

 দিনে ৫-৭ বার দীর্ঘ শালগাছ ছাড়িয়ে মৌলভির ক্ষীণগলা জাগে।

 একদিন শ্রাবণের শেষাশেষি নিরাক পড়েছে।

 শ্রাবণের শেষদিকে লোকেরা ধানক্ষেতে নৌকা নিয়ে বের হয়। সঙ্গে কোঁচ-জুতি নিয়ে দু-দুজন করে ডিঙ্গিতে করে বের হয় মাছ ধরার জন্য।

 তাহের দাঁড়িয়ে সামনে, চোখে তার তেমনি শিকারির সূচাগ্নে একাগ্রতা । লোকেরা স্থির-দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে।

 মতিগঞ্জ সড়কের ওপরেই একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, শীর্ণ মুখে ক-গাছি দাঁড়ি, চোখ নিমীলিত।

মতিগঞ্জের সড়ক থেকে উত্তর দিকে খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম।

 মজিদ মহব্বতনগরে ঢুকে খালেক ব্যাপারীর বাড়িতে যায়।

গ্রামের বৃহৎ বাঁশঝাড়ের ক-গজ ওধারে পরিত্যক্ত পুকুরের পাশে টালখাওয়া ভাঙা প্রাচীন কবরকে মজিদ মোদাচ্ছের পিরের মাজার বলে জানায়।

অশীতিপর বৃদ্ধ সলেমনের বাপ হাঁপানির রোগী- সে দম খিঁচে লজ্জায় নত করে রাখে চোখ।

গারো পাহাড়- মধুপুর গড় থেকে তিন দিনের পথ পেরিয়ে।

ঝালরওয়ালা সালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো কবরটি।

গোঁয়ার ধামড়া গাইকে স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে আনে রহিমা।

রহিমার শক্তি, চওড়া দেহ বাইরের খোলস মাত্র। আসলে সে ঠাণ্ডা ভীতু মানুষ।

মজিদের কোরান তেলাওয়াতের চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়- যেন হাস্নাহেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়।

 গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। • কার্তিকে পানি সরে এলেও কচুরিপানা জড়িয়ে থাকে জমিতে।

কোচবিদ্ধ হয়ে নিহত ছমিরুদ্দিনের রক্তাপ্লুত দেহের পানে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হয়।

শ্যেন দৃষ্টিতে চেয়ে চেয়ে ধানকাটা দেখে মজিদ।

ঝালরওয়ালা সালুকাপড়ে আবৃত মাজারটিকে গাঁয়ের লোকেদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন। • মজিদ বলে- মাঠভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে তারা বুত-পূজারী।

 সাত ছেলের বাপ দুদু মিঞা কলমা না জানায় মজিদ তাকে খালেক ব্যাপারীর মক্তবে যাওয়ার আদেশ দেয়। • ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে পরে ছুটোছুটি করত- রহিমা।

মজিদ ধরা-ছোঁয়ার বাইরে। যোগসূত্র হচ্ছে রহিমা।

 অতি সঙ্গোপনে মাজারের ধারে গিয়ে রহিমা সন্তানের জন্য আর্জি জানায়। চুন্নুর বাপ মরণরোগ যন্ত্রণা পাচ্ছে, খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, বড় নদীতে ঝড়ের মুখে ডুবে মারা গেছে ক-টি লোক।

 চার গ্রাম পরে বড় নদী।

 তাহের আর কাদেরের বোন হাসুনির মা আর তাদের কনিষ্ঠ ভাই রতন।

বতোর দিনে বাড়ি বাড়ি কাজ করে হাসুনির মায়ের ক্লান্তি নেই।

সারাজীবন দুষ্ট প্রকৃতির বৈমাত্রেয় এক ভাই এর সাথে জায়গাজমি সম্পত্তি নিয়ে মামলা-মোকদ্দমা করে সব দিক দিয়ে নিঃস্ব বুড়ো ঢেঙা লোকটি।

প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে (হাসুনির মা) মারে। ক্রন্দনরত মেয়ে মজিদের ভালোই লাগে।

ঢেঙা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস।

পঞ্চম হিজরিতে প্রিয় পয়গম্বর বানি এল মুস্তালিখের বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করবার সময় ছোট বিবি আয়েশা দলচ্যুত হয়ে পড়েন।

 সর্বসমক্ষে ঢেপ্তা বদমেজাজি বৃদ্ধ লোকটি কাঁদতে শুরু করে।

 মজিদ বৃদ্ধ লোকটিকে নির্দেশ দেয়-হাসুনির মার কাছে মাফ চাইতে এবং মাজারে ৫ পয়সার শিন্নি দিতে।

 হাসুনির মা ছুটে গিয়ে চিড়াগুড় এনে দেয় নিজের বাপকে।

 মজিদ হাসুনির মায়ের জন্য একটা শাড়ি আনিয়ে দেয়-বেগুনি রং, কালো পাড়।

 বতোর দিনে মজিদ কিন্তু ভুলে যায় গ্রামের অভিনয়ে তার কোন পালা।

 সকলকে মিঞা বলে সম্বোধন করার অভ্যাস মজিদের।

 ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ পির সাহেবের পুরোনো মুরিদ। এক কালে আগুন ছিল তাঁর চোখে, আর কণ্ঠে বজ্রনিনাদ-পির সাহেবের।

 ময়মনসিংহ জেলার কোনো এক অঞ্চলে বংশানুক্রমে বসবাস করেছেন পির সাহেব। পির সাহেবের রুহানি তাকত ও কাশফ নিয়ে গল্পের শেষ নেই।

 মজিদ যখন আওয়ালপুর গ্রামে পৌঁছালো তখন সূর্য হেলে পড়েছে। মতলুব মিয়া জানান, পির সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন।

 আওয়ালপুরের পির সাহেব একটা ফারসি বয়েত বলে ওয়াজ ক্ষান্ত করেন। ভাদ্র মাস থেকে ছায়া আছলি এক এক কদম করে বেড়ে যায়।

 বড় সড়কটার দক্ষিণ দিকে করিমগঞ্জে একটি হাসপাতাল আছে।

 কালু মিয়ার মাথায় মস্ত ব্যান্ডেজ।

 খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি আমেনার তেরো বছর বয়সে বিয়ে হয়েছিল।

 খালেক ব্যাপারীর দ্বিতীয় পক্ষের স্ত্রী তানু বিবির ভাই ধলা মিয়া বোকা কিছিমের মানুষ।

 আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝপথে একটা মস্ত তেঁতুল গাছ পড়ে, সবাই জানে সেটা দস্তুরমত দেবংশি।

 মোল্লা শেখের বাড়ির কাছে কাঁঠালগাছের তলে দাঁড়িয়ে ছিল হাসুনির মা।

 তাহের-কাদেরের মায়ের জানাজা মোল্লা শেখ পড়েছিল।

 তানু বিবি অবিশ্রান্ত পান বানায় আর মেহমানদের খাওয়ায়।

 তানু বিবি একটু বোকা অথচ দেখাকি কিছিমের মানুষ। আমেনা বিবির গায়ে মাথায় হলুদ রঙের বুটিদার চাদর।

 আমেনা বিবি পালকি চড়ে বাড়ি থেকে মাজারে যায়।

 রহিমা মনে মনে স্থির করেছিল পাক দেয়া ঢুকে গেলে আমেনা বিবিকে ভেতরে নিয়ে যাবে, সখ করে যে ফিরনিটা করেছে তা খেতে দেবে।

 মজিদ বলে যে পেটে বেড়ি পড়ে বলেই স্ত্রীলোকের সন্তানাদি হয় না। সাত প্যাঁচে বেশি হলে তা ছাড়ান যায় না।

 মজিদের কথায় রহিমার চৌদ্দ প্যাঁচ।

 রহিমা আর হাসুনির মা পাঁজাকোল করে মূর্ছা যাওয়া আমেনা বিবিকে ভেতরে গিয়ে যায়। মজিদ খালেক ব্যাপারীকে আমেনা বিবিকে তালাক দেয়ার নির্দেশ দেয়।

 আমেনা বিবির কোনোদিন রূপের ঠাঁট ছিল না, সৌন্দর্যের চেতনা ছিল না, চলনে-বলনে বেহায়াপনাও ছিল না। থোতামুখের তালগাছটা ছিল নিশানা, আনন্দের আর সুখের।

 মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে ইস্কুল বসাতে চায়। আক্কাস করিমগঞ্জে ইস্কুলে পড়াশোনা করেছে কিছু।

 বিদেশফেরত আক্কাস করিমগঞ্জে গিয়ে কাউকে দিয়ে জোরালো গোছের আবেদনপত্র লিখিয়ে এনে সরকারের কাছে পাঠিয়ে দিল। শহর থেকে মিস্ত্রি-কারিগর আনিয়ে তৈরি হয় একটা গম্বুজওয়ালা মসজিদ।

 আওলাঘেরের নিচু চালের ওপর রহিমা কদুর বিচি শুকাবার জন্য বিছিয়ে দিচ্ছিল।

জ্যৈষ্ঠ মাসে মসজিদের কাজ শেষ হয়।

মজিদের দ্বিতীয় বউ হয়ে যে মেয়ে ঘরে আনে সে যেন ঠিক বেড়ালছানা।

 জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে।

 মজিদ বলে- মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো হুনে না।

 খোদেজা বুবু বেড়ার ফাঁক দিয়ে মজিদকে দেখিয়েছিল জমিলাকে।

জমিলা তার কান্নার যে মিথ্যে কারণ বলে- বাড়িতে ফেলে আসা নুলা ভাই এর জন্য মন খারাপ।

একদিন সকালে শনের মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে।

বুড়ির সাতকুলে কেউ নেই, এখন তার চোখের মণি একমাত্র ছেলে জাদুও মরেছে। বুড়ি কোমরে গোঁজা আনা পাঁচেক পয়সা বের করে মজিদের দিকে ছুঁড়ে দেয়।

 জমিলার চোখ যেন পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে গেছে।

ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলে।

ঘুম ভাঙলেই মজিদের একবার আল্লাহু আকবার বলার অভ্যাস।

জমিলার ঘুম কাঠের মতো।

• হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর (জমিলা) সম্মুখীন হয় যে, মজিদ বুঝে উঠতে পারে না তাকে কীভাবে দমন করতে হবে।

মজিদ নিমের ডাল দিয়ে দাঁত মেছোয়াক করে।

লোকেদের পাঠানো চাল-ডাল মজিদ ছুঁয়ে দিলে রহিমা তা দিয়ে কাটা চুলায় ব্যাপারীর বড় ডেকচিতে শিরনির খিচুড়ি রান্না করে।

রহিমার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, তার বিশ্বাস পর্বতের মতো অটল।

রহিমা মজিদের ঘরের খুঁটি।

মজিদ জমিলাকে রাতে তারাবি নামাজ পড়ে মাজার-এ গিয়ে মাফ চাইতে আদেশ দেয়। সে রাতে দীর্ঘকাল সময় জমিলা জায়নামাজে ওঠাবসা করে।

জমিলাকে সোজা মাজার ঘরে নিয়ে ধপাস করে তার পদপ্রান্তে বসিয়ে দিল মজিদ।

 মধ্যরাতের স্তব্ধতার মধ্যে মজিদ ভেতরের ঘরের দাওয়ার ওপর বসে অপেক্ষা করতে থাকে জমিলার তীক্ষ্ণ আর্তনাদের জন্য ।

মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে পদের সূরা আল ফালাক। শিলাবৃষ্টি শুরু হলেও রহিমা চুপ মেরে বসে থাকে।

রহিমা বলে-“ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?””

একটা সত্যের সীমানায় পৌঁছে জন্মবেদনার তীক্ষ্ণ যন্ত্রণা মজিদ অনুভব করে মনে মনে।

নলি হল জাহাজে চড়ার অনুমতিপত্র।

বাহে মুলুকে বলতে উত্তরবঙ্গ এলাকা বোঝানো হয়েছে।

কোঁচ-মাথায় তীক্ষ্ণ শলাকাগুচ্ছ যুক্ত বর্শা বিশেষ।

জাহেল অর্থ অজ্ঞ/মূর্খ/নির্বোধ।

আনপাড়হ্- যাদের পড়াশোনা জ্ঞান নেই এমন লোক।

বেওয়া অর্থ বিধবা।

শ্যেন দৃষ্টি হল বাজপাখি বা শিকারি পাখির মতো দৃষ্টি।

বুত পূজারী হল যারা মূর্তি পূজা করে।

ঋঝুভঙ্গিতে অর্থ সোজাসুজিভাবে।

রদ্দি অর্থ পচা/বাসি।

আমসিপানা মুখ – শুকিয়ে যাওয়া মুখ ।

তোয়াক্কল অর্থ ভরসা/নির্ভর/বিশ্বাস/ আস্থা।

রুহানি তাকত ও কাশফ হল আত্মিক শক্তি উন্মোচন করা।

তকলিফ অর্থ কষ্ট।

জইফ অর্থ অতি বৃদ্ধ।

কেরায়া নায়ের মাঝি অর্থ ভাড়াখাটা নৌকার মাঝি।

শিরালি- শিলাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যারা মন্ত্র বা দোয়া পড়ে।

বরগা- ছাদের ভর ধরে রাখার কাঠ বা লোহা।

হুড়কা-দরজার খিল ।

নফরমানি অর্থ অবাধ্য।

Leave a Comment